শেখ মুজিবুর রহমান :
উখিয়ায় এক মৃত দেহকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রত্নার পশ্চিম কামরিয়ার বিলের তিন যুবককে হত্যার দায় জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করেছে বলে ভুয়া সাংবাদিক মো: রাশেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
তাদের পক্ষে ভুক্তভোগী মো: রুবেল লিখিত বক্তব্য পাঠ করেন, ” উখিয়ার রত্নপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার চিহ্নিত মাদক কারবারি ঘড়ির মেকানিক কাশেমের ছেলে মোহাম্মদ রাশেদ, (প্রকাশ টায়ার সাংবাদিক) গতকাল (১৮ আগষ্ট-২৪ইং) দুপুরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় গিয়ে আমার পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে বলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ২লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা নাদিলে আমাদের পরিবারে নামে ভূয়া, মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের হুমকী দিয়ে চলে যান। পরে আবারও গতকাল রাতে বিভিন্ন মানুষের মাধ্যমে চাঁদার টাকা দাবি করলে আমি উখিয়ার বিভিন্ন সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে টাকা না দিয়ে আইনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন
আজকে ১৯ আগষ্ট হঠাৎ বিকালে দেখি আমাদের ছবি ব্যবহার করে একটি ভিডিও বানিয়ে অনুমোদনহীন গণমানুষের দর্পণ নামে ভূয়া পেইজ থেকে মিথ্যা, বানোয়াট, ভূয়া ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আমাদের পরিবারের ব্যাপক সম্মানহানি করে।
এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করে ভিডিও প্রকাশ করেছে তার কোন সত্যতা নেই। আপনারা জানেন, গত ১৬ আগষ্ট রাজাপালং ইউনিয়নের গুচ্ছ গ্রামের নূর আলম ছেলে মোহাম্মদ ইব্রাহিম ইকবাল পারিবারিক ঝামেলার জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। উক্ত আত্মহত্যার ঘটনা স্থানীয় ও জাতীয় পত্রিকা প্রকাশিত হয়েছে যা আপনারা দেখেছেন। কিন্তু উক্ত আত্মহত্যার ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করে আমার পরিবার থেকে আর্থিক সূযোগ সুবিধা নিতে ইয়াবা ব্যবসায়ী রাশেদ প্রকাশ টায়ার সাংবাদিক গণ মানুষের দর্পন নামক অনুমোদন বিহীন ভূয়া পেইজ থেকে অপপ্রচার করেন।
এই অপপ্রচারে প্রশাসন সহ কেউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে ভূয়া সাংবাদিক ইয়াবা ব্যবসায়ী রাশেদ প্রকাশ “টায়ার সাংবাদিক” রাসেদ’কে আইনের আওতায় এনে শান্তিতে মুখোমুখি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রিয় সংবাদিক ভাইয়েরা, সাংবাদিকতা জাতির দর্পন, সাংবাদিক ভাই ও সাংবাদিক পেশার প্রতি শ্রদ্ধা রেখে অপ-সাংবাদিকতা ও আপপ্রচারকারী ইয়াবা রাশেদ (প্রকাশ টায়ার সাংবাদিক) রাশেদ’কে আইনি পদক্ষেপে আপনাদের সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলন শেষ করছি”
এছাড়াও সাংবাদিক পরিচয়দানকারী রাশেদের বিরুদ্ধে তিনটি সাইবার ট্রাইবুনালে মামলাসহ উখিয়া থানায়ও বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-