মহেশখালীতে বিএনপির নেতা খুন : সাবেক এমপিকে প্রধান আসামি করে মামলা

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি হত্যা মামলায় সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে প্রধান আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

রবিবার (১৮ আগস্ট) নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে এই মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এতে এক নম্বর আসামি করা হয় সাবেক এমপি আলমগীর ফরিদকে। এছাড়া জাহেদুল হক নাহিদ, হাবিব উল্লাহ হাবিব, আনছার উল্লাহ, তারেক জুয়েল, মো. ইমতিয়াজসহ ২৫ জনের নাম উল্লেখ কে এবং ৭-৮ জনকে অজ্ঞাত রাখা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছনে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

তিনি বলেন, গত ৫ আগস্ট প্রতিপক্ষের হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া শফির বাবা গত রাতে মহেশখালী থানায় একটি মামলা করেছেন।

গত ৫ আগস্ট পৌরসভা থেকে সরকার পতনের মিছিল শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১ টায় উপজেলার বানিয়ার দোকান এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হয় শফিউল আলম শফি।

তিনি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শফির মৃত্যু হয়।

উল্লেখ্য যে, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আলাদা দুটি গ্রুপের রাজনীতি সক্রিয় রয়েছে।

আরও খবর