কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :


কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের ‍মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারালবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, মমতাজ বেগম (৩৮), মইনা বেগম (১১) ও তোহা মিয়া (৭)। পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, শনিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পাহাড়ধসে রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা যান।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।