রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জি-৩ রাইফেল-গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে ১টি জি-৩ রাইফেল ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা বাসিন্দা হাফেজ আহম্মেদের ছেলে ছাদেক হোসেন প্রকাশ কালা পুতো (২৪)। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও উখিয়া থানার ওসি শামীম হোসেন জানিয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএনের সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

আরও খবর