উখিয়ায় সড়কের পাশে শতাধিক চারা রোপণ করলো তরুণ-যুবকরা!

ইমরান আল মাহমুদ কক্সবাজার জার্নাল :


উখিয়া উপজেলার রুমখাঁপালং এলাকায় সড়কের পাশে শতাধিক চারা রোপণ করলো এলাকাবাসী।

মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

এলাকার তরুণ যুবকরা জানায়,”জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নিই। বনবিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির চারা নিয়ে এসে রোপণের সিদ্ধান্ত গ্রহণ করি। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।”

বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে মঙ্গলবার সারাদিন ও বুধবার সারাদিন চারা রোপণ করবে তরুণ যুবকরা। তারা আরও জানায়,”আমরা সবসময় সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চায়। তারই অংশ হিসেবে বৃক্ষরোপণের উদ্যোগ নিই।”

রুমখাঁপালংয়ের তরুণ যুবকদের মহৎ উদ্যোগের প্রশংসা করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানায়,”সত্যি বলতে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ায় তরুণ যুবকদের ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

এসময় কামাল উদ্দিন সোহাগ, কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান আরাফাত,ইমরান আল মাহমুদ, শাহিন উদ্দিন, আলি আহমেদ, নুরুল হাকিম, আলা উদ্দিন, নুরুল আবছার, কামাল উদ্দিন, শাহজালাল,রবিউল ইসলাম ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর