উখিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে শিক্ষার্থী, ফায়ার সার্ভিস,আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠন!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে স্থবির হয়ে পড়ে পুলিশের কার্যক্রম। ফলে সারাদেশে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। পাশাপাশি উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেন তারা।

একইদিন দুপুরে আরআরসি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যানবাহন চালকদের ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতে দেখা যায়। বিকেলে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার সদস্যরা যানজট নিরসনে শিক্ষার্থীদের সাথে অংশ নেন।

সড়কের শৃঙ্খলা রক্ষায় যানজট নিরসনে ব্যস্ত শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের টিমকে পানীয় বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম এইড’র সদস্যরা।

শিক্ষার্থী ইমরুল কায়েস অভি, শাহিন উদ্দিন ও আলি আহমদ জানায়,”শিক্ষার্থীদের দাবি আদায়ে আন্দোলনের শুরু থেকেই কোর্টবাজার স্টেশনে আগত সকল শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন সফল করেছি। দেশ সংস্কারে শৃঙ্খলা ফেরাতে যানজট নিরসনে নিয়োজিত সকলের মাঝে পানীয় বিতরণ করা হয়েছে। গণমানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে সকল কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রী তাজনিম সুলতানা বলেন,” দেশসংস্কারে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আমরা জনগণের প্রতি বার্তা দিচ্ছি যে,সকলে মিলেমিশে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি।”

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান,”মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দশনা মোতাবেক উখিয়া ফায়ার স্টেশন কর্তৃক কোটবাজার চৌরাস্তার মোড়ে ট্রাফিক কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে উখিয়া ফায়ার সার্ভিস বদ্ধপরিকর।”

আরও খবর