বার্তা পরিবেশক •
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “চোরাচালানে আসা গরুর বৈধতার রসিদ দেয় উখিয়ার
কৃষকলীগ নেতা” শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি রাষ্ট্রের আইনমান্যকারী, পরিশ্রমী এবং হালাল উপায়ে উপার্জনকারী ব্যাক্তি হই। সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।সংবাদে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা রূপকথার গল্প ছাড়া আর কিছু না। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,মনগড়া ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে উখিয়া ও ঘুমধুম সীমান্তে চোরাই পথে আসা গরু মহিষের চালানের বৈধতা দেখাতে উখিয়া বাজারের ইজারাদার আবদুর রহিম থেকে চুক্তিভিত্তিক রসিদ নিয়ে প্রতি গরু
মহিষ থেকে দেড় থেকে দু’হাজার টাকা করে নিচ্ছি। এছাড়া বার্মিজ সিগারেট, ইয়াবার চালান এবং রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক চোরাচালান কারবারি নেটওয়ার্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া সম্প্রতি ৩ শতাধিক মায়ানমার থেকে আসা গরুর চালানের রসিদ বিক্রি করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে। যা সম্পূর্ণ বানোয়াট একটি বিষয়। একটি কুচক্রী মহল অবৈধ কারবার করতে না পেরে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
আমি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি এবং কুতুপালং রাস্তার মাথা এলাকার বৈধ উপ-ইজারাদার। মূলত সীমান্তের চোরাকারবারির বিপক্ষে থাকায় এবং চোরাচালান আনার সুযোগ না দেওয়ায় তারা মিথ্যাচার করে যাচ্ছে।
আমি এলাকায় সবসময় সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন ভালো কজের সাথে লিপ্ত থাকি। সমাজে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। অতীতেও আমার নামে কোন ধরনের বদনাম ছিলো না বা বর্তমানেও নাই। তবে একটি কুচক্রীমহল ঘৃণিত ঘটনার সাথে আমার নাম জড়িয়ে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। এতে আমার ও পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
আমি এই মিথ্যা সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি উক্ত সংবাদে আইনশৃঙ্খলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
- প্রতিবাদকারী
আবদুল করিম
সভাপতি -কৃষকলীগ
রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখা ও উপ-ইজারাদার
কুতুপালং রাস্তার মাথা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-