চকরিয়ায় ৬টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পুলিশের জালে!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় ৬টি ওয়ারেন্টভুক্ত পলাতক পলাতক আসামি নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।

বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার করম মুহুরীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নেজাম চরপাড়া (লালব্রীজ-হারবাং) এলাকার কবির আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার নেজামের বিরুদ্ধে চকরিয়া থানায় ৫টি বনমামলাসহ ৬টি মামলা রয়েছে এবং সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ওসি বলেন, নেজাম আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম জানান, আসামি নেজাম আদালতের আদেশ অমান্য করে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। পরে আদালত কতৃর্ক ওয়ারেন্ট পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. ফরিদ উদ্দিনের নেতৃত্বে আমরা পুলিশ করম মুহুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করি এবং বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।