নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন (৩০) চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে এবং ৩ সন্তানের জনক বলে জানা যায়।
মিঠাছড়ি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছুরুত আকম জানান, রাত ৮ টার দিকে পার্শবর্তী বাজারে একজন লোকের সাথে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড়ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যায়।
পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড়ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার লোকজন জানান, প্রায় সময় আলী হোসেন নেশাগ্রস্ত হয়ে এলাকার মানুষের সাথে ঝগড়া দিত। কেউ কিছু বললে তার উপর ক্ষিপ্ত হতো।
এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক আলী হোসেন কে ধরতে পুলিশ কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-