কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক কিশোর।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম মো. রাহাত। সে ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, পরিবারের সদস্যদের সঙ্গে রাহাত কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন।
সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সাথে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সমুদ্রে গোসলে নামেন। এতে স্রোতের টানে তারা ৪ জন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ ভেসে যায়। পরে খবর পেয়ে লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। এরপর সাগরের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার বেশি সময় ধরে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।
ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানান, নিখোঁজের সন্ধানে বিচকর্মী ও লাইফ গার্ডকর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-