পলাশ বড়ুয়া :
আবারো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সদস্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন সুপ্ত ভূষণ বড়ুয়া। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলা জোয়ারিয়ানালার ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার মৃত বিধুভূষণ বড়ুয়ার ছেলে।
রোববার (১৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে গৃণায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ এর স্মারক নং- ২৫.০০.০০০.০৫৩.২৮.০০২.২০১৬.১৬৮ মূলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা ৫ এর ১ (ঢ) এবং ৫ (৫) উপধারা অনুযায়ী তিনজনকে আগামী ৩ বছরের জন্য তাঁকে নিয়োগের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
নিয়োগ প্রাপ্ত অপরাপর সদস্যরা হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী খামার পাড়া এলাকার মোস্তাক আহমদ চৌধুরীর স্ত্রী কানিজ ফাতেমা আহমেদ এবং ঢাকা কলাবাগান এলাকার মৃত কলিম উল্লার ছেলে সাদাত উল্লাহ খান।
এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং ২০১৫ সাল থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও সূত্রে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-