বিশেষ প্রতিবেদক :
হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন রেস্তোরাঁর এক মালিক।
শুক্রবার (১২ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বউ বাজার এলাকায় হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী অভিযান চালিয়ে গাঁজাসহ নুরুল আলম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ওই ব্যক্তিকে পুলিশ গাঁজাসহ গ্রেপ্তার করে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আলমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি হলদিয়ার মহাজন পাড়ার এফাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারি হিসেবে গাঁজা বিক্রি করে আসছিল। এছাড়া আটক নুরুল আলম বিভিন্ন জায়গায়ও গাঁজা পার্সেল করে পাঠাত।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-