নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।
গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ রশিদ আহাম্মদ (৩৬)। সে উখিয়া বালুখালী এলাকার মো. আমির হোসেনের ছেলে বলে জানিয়েছেন অভিযান নেতৃত্বকারী শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. মোবারক হোসেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে আসামির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার পরনের লুঙ্গির ভাঁজ থেকে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায় এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মাদক কারবারির বিরুদ্ধে এরপূর্বেও ঢাকা মিরপুর মডেল থানা ও কক্সবাজারের উখিয়া থানায় মাদক মামলা রয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-