রামুতে নতুন সেতুতে ভাঙন, চলাচলে ঝু্ঁকি

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েকবছরেই ভাঙনের মুখে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে।

জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দু’গ্রামের হাজারো মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরী হচ্ছে। দ্রুত সময়ে সংস্কারের উদ্যোগ না নিলে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে।

স্থানীয়দের দাবি, ঠিকাদারের দায়সারা কাজের খেসারত দিতে হচ্ছে জনসাধারণের। দ্রুত সময়ে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ভাঙনের বিষয়টি অবগত হয়েছি, জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর