চট্টগ্রাম :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে ট্রাক ও সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী সিএনজিটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।
এ সময় মিলিটারি পুলে উঠার সময় ডাম্পার ট্রাকটির সঙ্গে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার এসআই আব্দুল বাতেন বলেন, ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা যাত্রী মারা গেছেন। এছাড়াও আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িতে করে। বাকিটা চমেকে খবর নিন আপনারা। হয়তো তারাও মারা যেতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-