কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনে মহামান্য হাইকোর্টের রাযে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কর্তৃক বাতিলকৃত মনোনয়ন পত্রের বৈধতা ফিরে ফেলেন অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।
ইতিপূর্বে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদমান জামি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে হুমায়ুন কবির চৌধুরীর প্রার্থীতা বাতিল করেছিলেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা। উচ্চ আদালতে এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেন হুমায়ুন কবির চৌধুরী। তার পক্ষে আইনজীবী হিসেবে লড়েছেন আপন চাচাতো ভাই ব্যারিষ্টার মিজান।
প্রার্থীতা ফিরে পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী। তিনি জনগণের দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীর ছোট ভাই উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মহামান্য হাইকোর্ট এর আদেশে আসন্ন রাজাপালং উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীতা ফিরে পেয়েছেন আমার বড় ভাই হুমায়ুন কবির চৌধুরী, ফলে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না। এজন্য মহান রাব্বুলামীনের দরবারে অশেষ শুকরিয়া।
তিনি আরও বলেন, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে জনসেবার ব্রত নিয়ে শ্রদ্ধেয় পিতা মরহুম নুরুল ইসলাম চৌধুরী’র আদর্শ অনুসরণ আমার অগ্রজ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির চৌধুরী’কে বিপুল ভোটে জয়ী করে ষড়যন্ত্র জবাব দিবে সীমান্তের তিলোত্তমা রাজাপালংয়ের আপমর জনতা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-