রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ রিপোর্টার, উখিয়া :


কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৬)। সোমবার (৮ জুলাই) বিকাল পাঁচটার দিকে উখ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, আড্ডা দেওয়ার সময় ৮/১০ জন অজ্ঞাত সন্ত্রাসী আকস্মিক ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

চিৎকার শুনতে পেয়ে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার তদন্ত ওসি মো. শফিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

আরও খবর