টেকনাফে ব্রিজের নিচে মিললো যুবকের লাশ!

টেকনাফে ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে মিজানুর রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং সড়কের ফরেস্ট অফিসের সামনে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ।

নিহত মিজানুর রহমান বালুখালী এলাকার ইউছুপ প্রকাশ মনুকুইস্যা ও রহিমা খাতুনের পুত্র।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর আসে মিজানের লাশ ব্রিজের নিচে ফরেস্ট অফিসের সামনে পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহত মিজানুর রহমান এর মা বলেন, শুক্রবার রাতে সিএনজি বাড়িতে রেখে স্ত্রীকে মাংস রান্নার কথা বলে বের হয়ে যায়। পরে রাতে আবার বাড়িতে ফিরে আসে। এমন সময় হোয়াইক্যং মুলাপাড়া এলাকার মো. জব্বারের ছেলে নুরুল আলম তাকে ডেকে বের করে। মধ্যরাতে মিজান আমার মোবাইলে ফোন করে শুধু ‘মা’ শব্দটি ডেকে মোবাইল কেটে দেন। পরে এত চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত সিরাজী জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর