সমুদ্রসৈকতে উখিয়ার তরুণ সংবাদকর্মীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


উখিয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তরুণ সংবাদকর্মীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলার সোনার পাড়া সমুদ্রসৈকতে আনন্দমুখর পরিবেশে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতির এ খেলায় অংশ নেন উখিয়া থেকে স্থানীয়, জাতীয় ও অনলাইনভিত্তিক গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ সংবাদকর্মী।

এদের মধ্যে ছিলেন শরীফ আজাদ, আবদুল্লাহ আল আজিজ, ফেরদৌস ওয়াহিদ, এম.এ রাহাত, কনক বড়ুয়া, হারুন রশিদ মূহিন, মুসলিম উদ্দিন, আশিকুর রহমান, মুজিবুর রহমান, ইমরান আল মাহমুদ, আলাউদ্দিন, রিদুয়ানুল হক সোহাগ ও সোহেল সিকদার রানা। দুই দলে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, উপজেলায় কর্মরত তরুণ সংবাদকর্মীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে এ আয়োজন। সাংবাদিকদের মধ্যে গ্রুপিং ও দ্বন্দ্বের এই যুগে ঐক্যের বার্তা দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও খবর