উখিয়ার রাজাপালং ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা :


আগামী ২৭ জুলাই কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউপি’র অনুষ্টিতব্য উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে তফসিল অনুযায়ী ৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রাজাপালং ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, হুমায়ুন কবির চৌধুরী , ফরিদ আলম, সাদমান জামী চৌধুরী, মকবুল হোসাইন মিথুন ও আবদুল মালেক চৌধুরী।

উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ৪ জুলাই। যাচাই-বাছাই ৫ জুলাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জুলাই।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫ টি ভোট কেন্দ্রে ২৭ জুলাই সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪২৫৯৮ জন । তৎমধ্যে ২২১৮৭ জন পুরুষ ও ২০৪১১ জন মহিলা ভোটার।

উল্লেখ্য, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় পদটি শূণ্য হয়।