উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা :
আগামী ২৭ জুলাই কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউপি’র অনুষ্টিতব্য উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে তফসিল অনুযায়ী ৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রাজাপালং ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, হুমায়ুন কবির চৌধুরী , ফরিদ আলম, সাদমান জামী চৌধুরী, মকবুল হোসাইন মিথুন ও আবদুল মালেক চৌধুরী।
উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ৪ জুলাই। যাচাই-বাছাই ৫ জুলাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই। আপিল নিষ্পত্তি ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১১ জুলাই।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫ টি ভোট কেন্দ্রে ২৭ জুলাই সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪২৫৯৮ জন । তৎমধ্যে ২২১৮৭ জন পুরুষ ও ২০৪১১ জন মহিলা ভোটার।
উল্লেখ্য, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী পদত্যাগ করে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় পদটি শূণ্য হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-