কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন তো মেসি?

স্পোর্টস ডেস্ক :

সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা পরে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে। শেষ ম্যাচে লিওনেল মেসি না খেললেও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ভর করে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডরকে।

শক্তিসামর্থে ইকুয়েডর বেশ পিছিয়ে থাকলেও এই ম্যাচের আগে দুশ্চিন্তায় আছে আর্জেন্টাইন শিবির। দুশ্চিন্তার প্রধান কারণ লিওনেল মেসির ইনজুরি।

শুক্রবার (৫ জুন) ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। টেক্সাসের হাউস্টনের এনআরজি স্টেডিয়ামে হতে চলা সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ভেন্যুতে পৌঁছেছে লিওনেল স্ক্যালোনির দল। এর আগে রোববার (৩০ জুন) ইন্টার মায়ামির মাঠে শেষবার অনুশীলন করেছে আর্জেন্টিনা। সেখানে লিওনেল মেসিকে বেশ চনমনেই দেখা গেছে। কোয়ার্টার ফাইনালের আগেই সেরে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।

আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচ খেলেছিল চিলির বিপক্ষে। সেই ম্যাচের ২৪ মিনিটের মাথায় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল মেসিকে। এরপর ম্যাচের বাকি সময় খেললেও ঠিক স্বাছন্দে ছিলেন না তিনি। এই চোটের কারণে পরের ম্যাচে পেরুর বিপক্ষে বিশ্রাম দেয়া হয় মেসিকে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় সেই ম্যাচে মেসিকে বিশ্রাম দেয়ায় খুব বেশি অসুবিধা হয়নি আলবিসেলেস্তেদের।

তবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হালকাভাবে নেয়ার উপায় এই। কোয়ার্টার ফাইনালের আগে মেসির ইনজুরি তাই আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিকে ভাবাচ্ছে বেশ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অনুশীলনে কোচ স্ক্যালোনি সতর্কতার সঙ্গে অবস্থা পর্যবেক্ষণ করছেন। দল নিয়ে যে সব দ্বিধা ও দুশ্চিন্তা আছে, তা নিয়ে কাজ করবেন তিনি।

গোটা আর্জেন্টিনা দল আশাবাদী, শুক্রবারের আগেও মেসি পুরো ফিট হয়ে যাবেন। পুরো ম্যাচে তাকে পাওয়া না গেলেও ম্যাচের কিছু সময়ের জন্য তাকে পাওয়ার আশা ছাড়ছে না দল। কিন্তু শেষ পর্যন্ত মেসি খেলতে না পারলে তার জায়গায় শুরু থেকেই খেলবেন অ্যানহেল ডি মারিয়া। টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, মেসি যদি ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকে খেলতে না পারেন, তবে এই ম্যাচে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া। এই দুজনকে একই সঙ্গে খেলানোর পক্ষপাতী নয় আর্জেন্টিনার কোচিং স্টাফ। তাদের একজনকে অপরের বিকল্প হিসেবেই খেলাতে চান তারা।

তবে মেসির ইনজুরি নিয়ে শঙ্কার খবর দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক পারাদিজো। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জানিয়েছিলেন, কোয়ার্টার ফাইনালে মেসির খেলা ঝুঁকিতে আছে।

তিনি বলেছিলেন, ‘সময়ের সঙ্গে লিওনেল মেসির চোট নিয়ে আমরা যা জেনেছি, তা হতাশা বাড়াচ্ছে। আমি আপনাদের সরাসরি বলতে পারি যে কোয়ার্টার ফাইনালে মেসির উপস্থিতি ঝুঁকিতে আছে। সে এখনো ছিটকে যায়নি; কিন্তু ঝুঁকিতে আছে। এমনকি কেউ কেউ বিশ্বাস করে, এ পরিস্থিতিতে তাকে খেলালে চোটের অবস্থা আরও খারাপ হতে পারে।’

মেসিকে খেলানো নিয়ে সতর্কাবস্থায় আর্জেন্টিনা। সামান্য ঝুঁকিও কোপা আমেরিকা থেকে মেসিকে বিদায় করে দিতে পারে। তাই তাড়াহুড়া করার পক্ষপাতী নয় তারা। বরং আরও বড় ম্যাচে যেন তিনি খেলতে পারেন, সে জন্য তাকে প্রস্তুত করার দিকেই নজর আলবসেলেস্তেদের।

আরও খবর