ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের তেলখোলা এলাকায় বনাঞ্চলে দেখা মিলেছে বন্য হাতির পাল। স্থানীয়রা ছোটবড় ১৭টি বন্য হাতি দেখতে পায়। বিষয়টি থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন।
বনবিভাগ সূত্রে জানা যায়,২০১৭ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে বনাঞ্চলের বিশাল ক্ষতি সাধিত হয়। এরপর বন্য হাতির বিচরণ সহজে দেখা যেতোনা। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের উদ্যোগে বনকে পুনরায় সবুজায়নের উদ্যোগ বাস্তবায়ন করছে বনবিভাগ। সুফল প্রকল্পের আওতায় ২০২০-২১ সনে থাইংখালী বিটে ২২০ হেক্টর সুফলের বনায়নে সবুজের সমারোহ পুনরায় ফুটে উঠে ঐ এলাকায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক ইরফান উল হাসান জানান,”বনাঞ্চল যেভাবে উজাড় হয়ে যাচ্ছে বন্যপ্রাণী তাদের আবাস্থল হারাতে বসেছে। সেখানে থাইংখালী এলাকায় দলে দলে বন্য হাতির বিচরণ পরিবেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে বনবিভাগ কে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম মুঠোফোনে জানান,”৩০ জুন থাইংখালী বিটের তেলখোলা এলাকায় বনের ভেতর বন্য হাতির পাল দেখতে পান টহলরত বনকর্মীরা। হাতি বনের মধ্যে বিচরণ করছে। মানুষ-ই বনভূমিতে হাতির আবাসস্থল নষ্ট করছে। তবে বনবিভাগের টহল অব্যাহত রয়েছে। বনাঞ্চলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল ও বাধাঁহীন বিচরণে বনবিভাগ কাজ করে যাচ্ছে। লোকালয়ে হাতি আসার তথ্য সম্পূর্ণ মিথ্যা। বরং মানুষ-ই বনাঞ্চলে বিচরণ করছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-