ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৮ ওয়েস্ট এর একটি বসতঘর থেকে ওয়ানশুটারগান ও গুলিসহ শামসুল আলম(৩৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন সদস্যরা।
গতকাল রবিবার(৩০ জুন) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশে ও সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েলের তত্বাবধানে সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান,”গ্রেফতার আসামি ক্যাম্প-৮ ওয়েস্ট এর এইচ-৩৭ ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে শামসুল আলম। তার বসতঘর থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ক্যাম্পে অপরাধ দমনে ১৪এপিবিএন সর্বদা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-