ইমরান আল মাহমুদ:
সমাপ্তির সায়াহ্নে চব্বিশ- স্লোগানে দক্ষিণ কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে অবস্থিত আইসিটি স্পেশাল কেয়ার’র এইচএসসি-২৪ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার(২৬ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ইকোনমিক্স কেয়ারের শিক্ষক মো. মকছুদুর রহমান অভি ও ইংলিশ কেয়ারের শিক্ষক নিকেল বড়ুয়া।
আইসিটি স্পেশাল কেয়ার’র শিক্ষার্থী সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমন্দ্র বড়ুয়া, সাবেক শিক্ষার্থী জাহেদুল ইসলাম,ইমরান আল মাহমুদ ও মোহাম্মদ মোর্শেদ।
এসময় মডেল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ তিনজনের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”বর্তমান যুগ ডিজিটাল যুগ। বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এমতাবস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীদের ডিজিটালাইজেশনের দিকে ধাবিত করতে বর্তমান সরকার আইসিটি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। উখিয়া উপজেলায় আইসিটি স্পেশাল কেয়ার তথ্য প্রযুক্তির শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।
তারই বাস্তবায়ন করছে কোর্টবাজারের অবস্থিত আইসিটি স্পেশাল কেয়ার’র প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া। তার এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রযুক্তি বিষয়ের কঠিন বিষয়াবলি সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে এইচএসসি-২৪ ব্যাচ’র পরীক্ষার্থীদের পরীক্ষার সাফল্য কামনা করছি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-