চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন এসআই দস্তগীর হোসেনের!

কক্সবাজার জার্নাল রিপোর্ট :


কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ বাণিজ্য ঠেকাতে কাজ করার পাশাপাশি অস্ত্র উদ্ধারে সফলতার জন্য চট্টগ্রাম রেঞ্জ এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন।

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও অপরাধ সভায় তাকে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার) পিপিএম।

এসময় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল
ইসলামসহ বিভিন্ন জেলার এসপিরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন যোগাদানের পর থেকে পাহাড়ি এলাকায় অপহরণ বাণিজ্য ঠেকাতে কাজ করারপাশাপাশি অস্ত্র উদ্ধারেও তার ব্যাপক সফলতা রয়েছে।

গেল মে মাসে কক্সবাজারের জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় অস্ত্র উদ্ধারে জেলাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করেন দস্তগীর। এছাড়া অপহরণ বাণিজ্য রোধে ব্যাপক কাজ করেন।

তারই ধারাবাহিকতায় পাহাড়ে অপহরণকারী চক্রের প্রধান মোর্শেদকে অস্ত্রসহ আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে অনেকেই আদালতে দায়স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

গতকাল শনিবার বিকালে উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন এক প্রতিক্রিয়ায় তার এই প্রাপ্তির জন্য আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, এই অর্জন আমাকে আরো কাজের গতি বাড়াতে উৎসাহ যোগাবে।

তার এই সফলতার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে, গতকাল শনিবার সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও অপরাধ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার) পিপিএম আইনশৃঙ্খলা রক্ষায় স্ব স্ব এসপিদের কঠোর নির্দেশনা প্রদান করেন এবং দেশের স্বার্থে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।