কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় চলতি মাসে পৃথক অভিযান পরিচালনা করে ৩০ লিটার মদ ও একটি টমটম (ইজিবাইক) উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১৭ আসামিকে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির আভিযানিক দল।
১৯ জুন (বুধবার) দুপুরে চকরিয়া থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আটক ১৭ আসামিদের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানে ৩০ লিটার মদ ও একটি টমটম (ইজিবাইক) সহ দুই আসামিকে গ্রেফতার করা হয়।
অপর এক আসামিকে সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করা হয় এবং বাকী ১৪ আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। পরে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো. ফরিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-