কক্সবাজারে কোরবানি গরুর লাথিতে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার ঈদের দিন (১৭ জুন) ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কাদের ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদের জামায়াত শেষে গরু জবাই দেওয়ার সময় গরুর লাথিতে বুকে আহত হন ওই ব্যক্তি। পরবর্তীতে আহত ব্যক্তির আত্মীয়-স্বজন দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর