নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে।
এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অনিয়ম দূর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন হলদিয়া পালং ইউনিয়নের ৬জন ইউপি সদস্য ও ২জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
অভিযোগকারীরা হলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জুহুরা বেগম, ছেনুয়ারা বেগম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এম মনজুর আলম,২নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন মোহাম্মদ মোক্তার,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার বাদশাহ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শাহীন ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার(১৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ইউপি সদস্যরা বলেন,”আমরা নিয়মানুযায়ী চেয়ারম্যান বরাবর তালিকা প্রেরণ করি। কিন্তু আমাদের প্রেরিত তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ না করে চেয়ারম্যান নিজস্ব মনগড়া তালিকা প্রেরণ করেছে। হতদরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ ১০কেজি হারে ভিজিএফ চাল থেকে যারা পাওয়ার যোগ্য তাদের বঞ্চিত করা হয়েছে। পরিষদে এসে দেখি চেয়ারম্যানের নিজস্ব লোক দিয়ে একজনে ৪/৫ বস্তা করে চাল নিয়ে বাইরে বিক্রি করছে।”
আমরা হতদরিদ্র জনগণের পক্ষ হয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সকলে সুদৃষ্টি কামনা করে বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-