চকরিয়ায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ছিনিতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ, কিরিচ, ছুরি ও রামদাসহ চার ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ৯টি মোবাইল সেট ও নগদ ১১শত টাকা জব্দ করা হয়।

গ্রেফতার চার ছিনতাইকারী হলেন, উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন বাপ্পি (২০), একই এলাকার শরীফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হক এর ছেলে আবদুল বাছেত (২১)।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রিজ এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী সিএনজি অটোরিকশা আটক করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশের টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, চার ছিনতাইকারী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র আইনে দুটো মামলা রুজু করা হয়েছে।