প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কক্সবাজারস্থ উখিয়া সমিতির আজীবন সদস্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজারস্থ উখিয়া সমিতির আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রফিক উদ্দিন চৌধুরির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি এডভোকেট আয়ুবুল ইসলাম।
অনুষ্ঠানে সমিতির সাধারন সম্পাদক রবীন্দ্র বিজয় বড়ুয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে স্মরণ সভায় মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় বক্তারা বলেন তিনি ছিলেন “অনন্য উদার ও মানবিক মানুষ”।
এতে বক্তব্যে রাখেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্ত্রী নিগার সুলতানা চৌধুরী, প্রফেসর নুরুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট একে এম শাহজালাল চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র আইনজীবি খোরশেদ আলম,অধ্যাপক মোজাফ্ফর, অধ্যাপক আলমগীর মাহমুদ,জেলা যুবলগীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এড. জিএস ছৈয়দ আলাম, কবি সিরাজুল হক, এডভোকেট রাসেল চৌধুরী, এডভোকেট খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, আওয়ামীলীগ নেতা মাহবুুবুল আলম মাহবুব, আওয়ামীলীগ নেতা এম এ মনজুর, এম এ মালেক, জাহেদ হোসেন হেলাল, মরহুমের ছোট ভাই আমিনুল হক চৌধুরী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মহিউদ্দিন চৌধুরি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-