জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সোলতান মাহমুদ চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি :


উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জালিয়াপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ জুন) অনুষ্ঠিত সভাপতি পদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সোলতান মাহমুদ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন,” জালিয়াপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন যথানিয়মে অনুষ্ঠিত হয়। এতে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় নিয়মানুযায়ী সোলতান মাহমুদ চৌধুরীকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়।”

গত ৬জুন অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে চারজন নির্বাচিত হয়। তারা হলেন ছিদ্দিক আহমদ, নুরুল আলম, আব্দুল আলম ও মাহমুদুল হক। মহিলা অভিভাবক সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জোবায়দা বেগম।

জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী জানান,”আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আরও খবর