উখিয়ায় ইজিবাইকের উপর বেঁধে শিশু নির্যাতন: গ্রেপ্তার ৩

উখিয়া প্রতিনিধি :

উখিয়ার মরিচ্যায় টমটমের উপর বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলে- ফরিদুল আলম (৩০) খাইরুল ইসলাম (২৫), ও শফিউল করিম (২৪), তাঁরা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মারধর করার ভিডিও-চিত্র দেখে আসামীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরোধে মামলা দায়ের করেছেন।

এদিকে মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর, তাঁর নাম ফারুক, তাঁর বাবা আব্দুল শুক্কুর জানান, ৫শ টাকা নিয়ে পান কিনতে তাঁর মায়ের সাথে বাজারে যায় শিশুটি।সেখানেই তাঁর বাবার সাথে পূর্ব শত্রুতা জের ধরে আসামীরা তাঁকে চুরির অভিযোগে টমটমের উপর বেঁধে মারধর করেন।