‘এখন থেকে সাইকেল চালিয়ে স্কুলে যাবে তারা’

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়ায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।

গতকাল সোমবার(১০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল পাওয়ার আনন্দে কয়েকজন শিক্ষার্থী জানান,”দূরের বাড়ি থেকে আমাদের আর কষ্ট করে হেঁটে বিদ্যালয়ে যেতে হবে না। আমাদের কষ্টের কথা চিন্তা করে বাইসাইকেল দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল তুলে দেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ ও একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পালংখালী উচ্চ বিদ্যালয়, থাইংখালী উচ্চ বিদ্যালয় ও ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

ইউএনও তানভীর হোসেন জানান,”সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উন্নয়ন সহায়তা কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২০জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। আশা করি বাইসাইকেলের সাহায্যে তারা যথাসময়ে শ্রেণীকক্ষে উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারবে।”

আরও খবর