কক্সবাজারে আবাসিক হোটেল থেকে ম্যানেজারসহ ৬ যৌনকর্মী আটক

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফে স্কাইভিউ নামে একটি আবাসিক হোটেল থেকে ম্যানেজারসহ ৬ জন যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই হোটেলের বিভিন্ন রুম থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

তবে আটককৃত নাম পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে ৩ নারী ও ৩ পুরুষ রয়েছে বয়েছে বলে জানা গেছে। আটককৃতদের থানায় নিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ওই হোটেলে নিয়মিত অনুমতি ছাড়াই হোটেল মালিক ও গ্রেফতারকৃত ম্যানেজার পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এবং দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করে আসছিলেন। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

আরও খবর