কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কলাতলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারি নিহত হয়েছে।
রোববার (৯ জুন) বেইলি হ্যাচারি সংলগ্ন ভাঙা সৈকতের মুখে এ ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের চকরিয়া বরইতলী বৈদ্যের পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল কাদের কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে কর্মরত ছিলেন। বীচে ঘুরাঘুরি শেষে কর্মস্থলে যাওয়ার পথে ৪/৫ জন ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে।
তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল কাদের এর সহকর্মীরা জানান, তার সাথে একজন মেয়ে ছিল। তারা মূলত বীচে ঘুরতে গিয়েছিল। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মেয়েটিও গুরুতর আহত হয়। তাদের ফোন পেয়ে আমরা ছুটে আসি। গিয়ে দেখতে পাই তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে।
কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-