ঢেউয়ের তোড়ে ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক!

বিশেষ প্রতিনিধি :

বর্ষা মৌসুম শুরু হতেই বঙ্গোপসাগরের জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভ সড়কে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফের সাবরাং ইউপির পশ্চিম মুন্ডার ডেইল নৌকাঘাট এলাকায় সড়কের প্রায় ৫০ মিটার ভেঙে গেছে। ফলে সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, বঙ্গোসাগরের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় সড়ক রক্ষাকবজ জিও ব্যাগ গুলো দুর্বল হয়ে গেছে। জিও ব্যাগ টপকে বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছে মেরিন ড্রাইভ সড়কের কিনারায়। এছাড়া আইন অমান্য করে মেরিন ড্রাইভের খুব কাছাকাছি জায়গা থেকে সমুদ্রের বালু উত্তোলন করায় সমুদ্রের পানির উচ্চতা বাড়লে মেরিন ড্রাইভে ভাঙন সৃষ্টি হয়। এদিকে গত দুই দিনে টেকনাফে মেরিন ড্রাইভের তিনটি স্পটে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভাঙন দেখতে আশপাশের লোকজন মেরিন ড্রাইভ সড়কে ভিড় করেছেন। জোয়ারের আঘাতে ঝাউগাছ উপড়ে ওই অংশের সড়কটির পাড় ভেঙে গেছে। ইটের অংশ দেখা যাচ্ছে। এদিকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ থাকায় শতাধিক নৌকা সারিবদ্ধ করে সড়কের বিভিন্ন অংশে তুলে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কলেজছাত্র শাহীন পারভেজ বলেন, এ ভাঙন রোধ করা না গেলে প্রায় দুই হাজার পরিবার হুমকিতে পড়বে। বন্ধ হয়ে যাবে চাষাবাদ। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান তিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম বলেন, ভাঙন দ্রুত ঠেকানো না গেলে টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি স্থানীয়দের চরম ঝুঁকির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় জোয়ারের আঘাতে মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন সৃষ্টি হয়েছে। তবে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে। খুব কম সময়ে ভাঙন রোধ করা সম্ভব হবে।

আরও খবর