রামুতে ফের আড়াই কোটি টাকার আইসসহ মাদক কারবারি আটক

রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে ফের আড়াই কোটি টাকার আইসসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৫ জুন ৬ টার দিকে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, রামু চাকমারকুলের কলঘর বাজারের বাবলু ফার্মেসির সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে; এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পালানোর চেষ্টাকালে মাদক কারবারি মোঃ জুবায়ের (২৮) কে আটক করা হয়। পরে তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে আড়াই কোটি টাকা মূল্যমানের ৫৭০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। চটক জুবায়ের সদরের ভারুয়াখালী নুনু মিয়া পাড়ার মৃত মোক্তার আহমদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি ক্রিস্টাল মেথ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করার কথা স্বীকার করে।

এছাড়া আসন্ন ঈদকে কেন্দ্র করে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়সহ জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার উদ্দেশ্য সে এই ভয়ংকর মাদকদ্রব্য আইস সংগ্রহ করেছে বলে জানায়।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর