কক্সবাজারে মারসা পরিবহনে গাঁজা নিয়ে যাচ্ছিলো যুবক: র‍্যাবের কাছে ধরা!

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারে মারসা পরিবহনের এক যাত্রীর কাছে মিললো ১৭ কেজি গাঁজা। ২ জুন আড়াই টার দিকে এই অভিযান চালানো হয়।

সোমবার (৩ জুন) বিকালে র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, একজন মাদক কারবারী যাত্রী বেশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের বাসে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কক্সবাজারের উদ্দেশ্যে আসছে।

এই সংবাদের ভিত্তিতে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশি অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে (যার নং- চট্ট-মেট্রো-ব-১১-১২৭৪) যাত্রীবেশে থাকা মো. স্বপন নামের যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬টি বান্ডেল হতে সর্বমোট ১৭ (সতেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক স্বপন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সির হাট সিংরাইশের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করতো। সে আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনব কায়দার মাধ্যমে মাদকদ্রব্য তার নির্ধারিত এজেন্টদের নিকট পৌঁছে দিতো। উদ্ধার হওয়া গাঁজা কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম থেকে আসার সময় র‌্যাবের আভিযানিক দলের নিকট আটক হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর