কক্সবাজার জার্নাল ডটকম •
উখিয়ার সোনারপাড়া এলাকায় সৈকতের বাড়িয়ালি দখল করে গড়ে তোলা ঝুপড়ি দোকানসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২ জুন) অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার জার্নালে “উখিয়ায় চলছে সৈকত দখল করে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে প্রশাসনের।
সংবাদ প্রকাশের দিন-ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে সোনারপাড়া সৈকতের মংগাইয়ার টেক এলাকার ৬টি স্থাপনা উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদের নির্দেশে বীচ ম্যানেজমেন্ট কমিটি ও বনবিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,সমুদ্র সৈকত অবৈধভাবে দখল করে ঝাউবন কেটে স্থানীয় কতিপয় লোক স্থাপনা নির্মাণ করে। ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানান,”সমুদ্র সৈকতের খাসজমি দখল করে আদালতের নির্দেশ অমান্য করে ইসিএ এলাকায় কোনো স্থাপনা নির্মাণ করা নিষেধ। সোনারপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে নতুন কোনো স্থাপনা নির্মাণ না করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।”
উল্লেখ্য, হিউম্যান রাইটস অ্যাড পিস ফর বাংলাদেশ’ এর পক্ষ থেকে সৈকত রক্ষায় একটি রিট মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে ২০১১ সালের ৭ জুন কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৈকত রক্ষা এবং সংরক্ষণ করার নির্দেশনা দেন হাইকোর্ট।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-