মরিচ্যা চেকপোস্টে ২ কোটি ৯০ লাখ টাকার আইসসহ মাদক কারবারি ধরা!

কক্সবাজার জার্নাল রিপোর্ট :

কক্সবাজারের রামুর মরিচ্যা থেকে ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। এসময় সুমন তালুকদার (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক সুমন বাগেরহাট জেলার হলদিবুনিয়ার দক্ষিণ মালগাজীর মো. জামাল তালুকদারের ছেলে। ২৬ মে (রবিবার) সাড়ে ১২ টার দিকে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্ট হতে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। তল্লাশীকালীন পথচারী সুমন তালুকদারের হাতে থাকা ব্যাগ থেকে ৫৮০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা।

আটক সুমনকে ক্রিষ্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।