সুজাউদ্দিন রুবেল :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহে গুরুত্বপূর্ণ স্থাপনা কক্সবাজার ‘রাডার স্টেশন’। কিন্তু গেলো ১০ মাস ধরে মেয়াদত্তীর্ণ হয়ে অকেজো অবস্থায় পড়ে রয়েছে রাডার স্টেশনটি। যার কারণে বঙ্গোপসাগরের ৪’শ কিলোমিটার পর্যন্ত ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের আগাম বার্তা নির্ণয় করা যাচ্ছে না। আর দ্রুত সময়ের মধ্যে রাডার স্টেশন পুনরায় চালু করার দাবি জানিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
বৈরী আবহাওয়া; সাগর উত্তাল। জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা সংগ্রহ করে রাডার স্টেশন।
কক্সবাজার রাডার স্টেশন; যা হিলটপ সার্কিট হাউজের পাশে অবস্থিত। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগের আগাম বার্তা সংগ্রহ করে কক্সবাজার রাডার স্টেশন। যা চতুর্দিকে ৪০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিখুঁতভাবে আগাম সতর্কতা বার্তা প্রদানে সক্ষম ডপলার রাডারটি। এ রাডারের মাধ্যমে প্রাপ্ত তথ্য ভি সেটের মাধ্যমে সাথে সাথে আবহাওয়া দপ্তর জানতে পারে।
কিন্তু গেলো ১০ মাস ধরে কক্সবাজার রাডার স্টেশনটি মেয়াদর্ত্তীণ হয়ে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখন রাডার স্টেশনটি পাহারা দিচ্ছে পুলিশের কয়েকজন সদস্য।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কক্সবাজার রাডার স্টেশনে নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্য বলেন, এটা হলো রাডার স্টেশন। এখানে কেউ থাকে না বা কারো অফিস নেই। যদি কারো সাথে কথা বলার প্রয়োজন পড়ে তাহলে কক্সবাজার আবহাওয়া অফিসে যেতে হবে।
কক্সবাজার আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার রাডারটি মেয়াদকাল ১০ থেকে ১২ বছর। কিন্তু কক্সবাজার রাডারটি ব্যবহৃত হয় ১৭ বছর। ২০২৩ সালের ৪ আগস্ট রাডার স্টেশনটি মেয়াদর্ত্তীণ হয়। এরপর থেকে রাডারটি কাজ করছে না।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, অকেজো বলতে এর মেয়াদ শেষ হয়ে গেছে। রাডারের মেয়াদ হচ্ছে ১০ থেকে ১২ বছর। এখন ১৭ বছর চলছে। এটা তো এমন নয় যে পার্টস কিনতে পাওয়া যাবে। বাংলাদেশে তো এগুলো নাই। রাডারের মেয়াদকাল থাকে ১০ বছর। এটার মেয়াদ শেষ হয়ে গেছে। ৪০০ কিলোমিটারের মধ্যে আবহাওয়াগত তথ্য, যেমন মেঘ বৃষ্টি এসব ক্যাপচার করা রাডারের কাজ। রাডার থাকলে মেঘ বৃষ্টি কিংবা বাতাসের গতিবেগ নির্ণয় করা যায়।
কক্সবাজার একটি উপকূলীয় অঞ্চল। প্রতিবছরই এখানে ঘূর্ণিঝড়সহ কয়েকটি দুর্যোগ মোকাবিলা করে থাকে উপকূলবাসি। তবে দ্রুত সময়ের মধ্যে রাডার স্টেশন পুনরায় চালু করার দাবি পর্যটকসহ স্থানীয়দের।
সোনা মিয়া বলেন, আমরা অনেক দূর-দূরান্ত থেকে এখানে কক্সবাজার আসি। অনেক টাকা পয়সা খরচ করে, অনেক সময় নষ্ট করে এখানে আসি। এখানের রাডারটা মূলত অকেজো হয়ে পড়েছে। শোনা যাচ্ছে সংকেত চলছে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। এখন আমরা কি পানিতে নামব নাকি ডাঙায় থাকব এটা আমরা বুঝতেই পারছি না। রাডারটি যদি ভালো হতো, আমরা যদি প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতাম।
সী সেফ লাইফ গার্ড সংস্থার ফিল্ড টিম ম্যানেজার মো. ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার রাডার স্টেশনটি মেয়াদত্তীর্ণ হবার কারণে ঠিক মতো কাজ করছে না। যার কারণে আমরা সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। কক্সবাজার একটি ঘূর্ণিপ্রবণ এলাকা, সমুদ্রের আবহাওয়া প্রায় সময় পরিবর্তন হয়। তাই সঠিক সময়ে সঠিক তথ্যটি পায় তাহলে সঠিক সময়ে প্রস্তুতি নেয়া যাবে। ব্যাপক ক্ষয়ক্ষতি থেকেও মুক্তি পাওয়া যাবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ১৯৬৯ সালে সুইডিশ শিশুকল্যাণ সংস্থা ও রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কক্সবাজার রাডার স্টেশনটি স্থাপন করা হয়। পরবর্তীতে ২০০৭ সালের ২২ এপ্রিল জাপান সরকারের আর্থিক সহযোগিতায় রাডার সিস্টেমের উন্নয়ন করা হয়। যে রাডার স্টেশনটি কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের পাশে অবস্থিত। সমতল ভূমি থেকে ৬০ ফুট উচুঁ পাহাড়ের চূড়ায় প্রায় ৯৯ ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের ওপর রাডারটি স্থাপন করা হয়।
আপনার মন্তব্য দিন
আপনার নাম
আপনার মন্তব্য
মন্তব্য দিন
প্রকাশিত মন্তব্য
কক্সবাজার
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি থাকবে ৩ দিন, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি থাকবে ৩ দিন, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি
অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অধ্যবসায় একজন শিক্ষার্থীর সফলতার চাবিকাঠি : শিক্ষবিদ এম এম সিরাজুল ইসলাম
অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অধ্যবসায় একজন শিক্ষার্থীর সফলতার চাবিকাঠি : শিক্ষবিদ এম এম সিরাজুল ইসলাম
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী
কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১০টি ব্যাচে প্রশিক্ষণ নিলেন ২৫০ মাঝি ও সারেং
১০টি ব্যাচে প্রশিক্ষণ নিলেন ২৫০ মাঝি ও সারেং
মেয়াদোত্তীর্ণ কক্সবাজার ‘রাডার স্টেশন’
মেয়াদোত্তীর্ণ কক্সবাজার ‘রাডার স্টেশন’
চকরিয়াকে আধুনিকভাবে গড়ে তুলতে নেয়া হচ্ছে ৬২০ কোটি টাকার প্রকল্প
চকরিয়াকে আধুনিকভাবে গড়ে তুলতে নেয়া হচ্ছে ৬২০ কোটি টাকার প্রকল্প
ডিককুলে চাঁদা না দেয়ায় সীমানা পিলার উপড়ে ফেলার অভিযোগ, সন্তানদের অপহরণের হুমকি!
ডিককুলে চাঁদা না দেয়ায় সীমানা পিলার উপড়ে ফেলার অভিযোগ, সন্তানদের অপহরণের হুমকি!
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
আরও সংবাদ
সর্বশেষ
ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানের কক্সবাজারগামী ফ্লাইট বাতিল
ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানের কক্সবাজারগামী ফ্লাইট বাতিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি থাকবে ৩ দিন, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি থাকবে ৩ দিন, তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি
সাগরে ঘূর্ণিঝড় রেমাল, গতিমুখ বাংলাদেশ
সাগরে ঘূর্ণিঝড় রেমাল, গতিমুখ বাংলাদেশ
সব খবর
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)
© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-