উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাসেল চৌধুরীর

তালা মার্কার সমর্থনে সোহেল চৌধুরীর নেতৃত্বে বিশাল নির্বাচনী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নেতা রাসেল চৌধুরীর তালা মার্কা সমর্থনে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক যুবনেতা সোহেল চৌধুরীর নেতৃত্বে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া কালার পাড়া গ্রামে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন এলাকা থেকে শত শত ভোটার ও নেতা-কর্মীর অংশগ্রহণে জনসভায় রূপ নেয়।

সভায় রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনগনের উপস্থিতিতে তালা মার্কার সমর্থনে সাংবাদিক রাসেল চৌধুরীর পক্ষে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক যুবনেতা সোহেল চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, শাহ আলম কোম্পানি, সিরাজ সওদাগর, সাহাব উদ্দিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা আগামী ২৯মে উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রাসেল চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তালা মার্কার প্রার্থী সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, আমি জনগণের সেবক হয়ে উপজেলাবাসীর পাশে আজীবন থেকে সেবা করে যেতে চাই। একটি প্লাটফরমে দাঁড়িয়ে উপজেলার সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করতে চাই। এক কথায় একটি সুস্থ ধারা চালু করে উপজেলার সর্বক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনতে চাই।

তিনি বলেন, বেকারত্ব নিরসনে স্থানীয় তরুণ-তরুণীদের শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের অন্যতম প্রধান কাজ। উখিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তথা এনজিও অফিস গড়ে উঠছে কিন্তু এই সব প্রতিষ্ঠান বা এনজিও অফিসে উখিয়ার মানুষ এখনো অগ্রাধিকার পাচ্ছেনা। আমি প্রতিটি এনজিও অফিসে উখিয়ার স্থানীয় কোটা বরাদ্দের চেষ্টা করব। এভাবে এই উপজেলাকে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তর করতে কাজ করব। আর এ জন্য একজন শিক্ষিত, মার্জিত ও আর্থিকভাবে স্বাবলম্বী মানুষের দ্বারাই সকল লোভ-লালসাকে দূরে রেখে সমাজের মানুষের জন্য কল্যাণে কাজ করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় অপরাধ অথবা সন্ত্রাসী ও অপরাধীর কোন স্থান হবে না। আর, এটা করতে হলে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি আদব লেহাজ সহ সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানুষেরা কখনও অপরাধে জড়ায় না, সন্ত্রাসী-অপরাধীর সাথেও থাকে না। নির্বাচিত হলে আমি শাসক নয় সেবক হিসেবে থাকব। তবে অন্যায়ের সাথে কোন আপোষ নেই।

সভায় উপস্থিত জনতা সর্বসম্মতিক্রমে দল মত নির্বিশেষে তালা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ শেষে সাংবাদিক রাসেল চৌধুরী ভালুকিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

আরও খবর