কক্সবাজার জার্নাল প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মোরশেদ আলমকে (৩২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাহাড়ে অপহরণ চক্রের প্রধান বলে জানা গেছে।
রোববার (১৯ মে) রাতে উপজেলার শীলখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো মতে দুটি দেশিয় তৈরি অস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
মোরশেদ আলম ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি মোরশেদ বাহিনীর প্রধান ডাকাত মোরশেদ বলেই পরিচিত।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি কক্সবাজার জার্নালকে জানান, বেশকিছু দিন ধরে টেকনাফ-উখিয়ার পাহাড়ি এলাকায় ডাকাতদল বেপরোয়া হয়ে উঠছিল। তাদের উৎপাত ঠেকাতে অভিযান জোরদার করে পুলিশ। তারই ধারাবাহিকতায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামিউদ্দিনের নেতৃত্বে এসআই দস্তগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোরশেদ বাহিনীর প্রধান মোরশেদকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো শীলখালী পাহাড়ের পাদদেশে লুকানো দুটি দেশিয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ ৬টি মামলা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-