উখিয়ায় ‘এমবিশন-০২’ নামে নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচ এর উদ্যোগে “এমবিশন-০২” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৭মে) বিকেলে গ্রীণবার্ড কিন্ডারগার্টেন কেজি স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. ওমর ফারুক শাহিনকে আহ্বায়ক, ইমতিয়াজুল হাসানকে সদস্য সচিব করে ৯ সদস্য কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, অর্থ সম্পাদক, মো. ফিরুজ, উপ- অর্থ সম্পাদক, মিজবাহ উর রহমান বাবুল, প্রচার সম্পাদক, আবদুল করিম, নির্বাহী সদস্য রাজীব আইচ, মিশকাত শরীফ, মাসুদ পারভেজ। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

এসময় বক্তারা বলেন, বর্তমানে সমাজে যুবকরা মাদক আসক্ত হয়ে পড়েছে। এছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, কিশোর অপরাধসহ সমাজে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এসব সমস্যা থেকে সমাজকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সে জন্য উখিয়ার যুব সমাজকে একটি প্লাটফর্মে আনতে হবে। এ কাজটি করতে হলে একটি সামাজিক সংগঠন করা খুবই প্রয়োজন, সেই চিন্তা করেই আমরা উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচ এর উদ্যোগে ‘এমবিশন-০২” নামে সামাজিক সংগঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন ভালো কাজগুলো এক সাথে করবো। এ ব্যাপারে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগীতা একান্ত প্রয়োজন বলে বক্তারা মনে করেন।

আরও খবর