নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলা বরইতলীর নতুন রাস্তা মাথার খয়রাতিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালকের নাম আব্দুস সালাম (৩৭)। তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা আলিকদিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ডাম্প ট্রাকটি পেকুয়া হতে চকরিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক হতে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। এ সময় ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এই ভ্যানগাড়িতে করে বিভিন্ন মালামাল আনা-নেওয়া করা হতো বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-