ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারি মোটরযান পরিদর্শক (বর্তমানে বান্দরবানে কর্মরত) আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করে দুদক।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমেদ বাদী হয়ে নিজ কার্যালয়ে গতকাল বুধবার (১৫ মে) এ মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে, এখন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, আরিফুল ইসলাম একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা ও স্থানান্তর করেছেন। এর ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে এ মামলা করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারি মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের শুরুতেই ডাচ বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি একাউন্টে দুই কোটি টাকার সন্ধান পায় দুদক। তার মধ্যে একাউন্টে থাকা এক কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা আদালতের নির্দেশে জব্দও করে সংস্থাটি। এছাড়াও কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় তার নামে-বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে বলে জানায় দুদক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-