প্রেস বিজ্ঞপ্তি :
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক) এর সভাপতি ও দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের পিতা হাজী নূর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১২ মে) দিনগত রাত দেড়টার দিকে হাসপাতালে নেয়ার পথে গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জসিমের বাবা নূর হোসেন দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলেও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ মে) বেলা ১১টায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি ও স্থানীয়রা অংশ নেন।
ক্র্যাক সভাপতি জসিম উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাকের সাধারণ সম্পাদক আজিম নিহাদ এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
ক্র্যাক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-