এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে তাসনিয়া

সংবাদ বিজ্ঞপ্তিঃ

সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী তাসনিয়া ইসলাম। সে ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় কুতুবদিয়া মডেল হাই স্কুল থেকে অংশগ্রহণ করে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে।

তাসনিয়া ইসলাম কুতুবদিয়ার স্বনামধন্য ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ্ব বেলালুল ইসলাম এবং রাবেয়া আক্তারের জ্যেষ্ঠ কন্যা।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে তাসনিয়া ইসলাম বলেন, বাবা-মা, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই রেজাল্ট অর্জন করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং সাফল্যের ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের কাছে আমি আন্তরিক দোয়া প্রার্থী।

আরও খবর