সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পালংখালী রাজমিস্ত্রি শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের (রেজি. নং-২৫৮৪) আয়োজনে বুধবার (পহেলা মে) বেলা ১০টায় থাইংখালী স্টেশন চত্বরে প্রথমে র্যালি ও পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপদেষ্টা মোজাফফর আহমদ সওদাগর, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রশিদ আহমেদ, শামশুল আলম সওদাগর, আবুল আলা, মো. আলম প্রমুখ।
এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মূল্য দাবি, সামগ্রী সরবরাহক-প্রতিষ্ঠান ও বাড়ি নির্মাতাদেরকে শ্রমিকদের প্রতি আরও উদার ও বিনয়ী হওয়ার আহ্বান জানান।
বর্তমানে মাঠে-ময়দানে রোহিঙ্গা শ্রমিকদের দৌরাত্ম্য বন্ধ করা, তাদেরকে নামমাত্র মূল্য দিয়ে কাজ না করানো এবং স্থানীয় শ্রমিকদেরকে মূল্যায়ন করার দাবি জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন রাজমিস্ত্রি শ্রমিক ও সংগঠনের সাধারণ সদস্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-