উখিয়ায় ৬টি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


উখিয়ায় গড়ে উঠেছে লাইসেন্সবিহীন স্বর্ণের দোকান। মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে মরিচ্যা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স দেখাতে না পারায় ৫টি স্বর্ণের দোকান থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।

অভিযান পরিচালনার সময় স্বর্ণের দোকানের অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি পাঁচটি দোকান। কয়েকটি দোকান অভিযানের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে পালিয়ে যায়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মরিচ্যা বাজারে অবস্থিত জনপ্রিয় ব্রেড বেকারিকে ৪০হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ।

তিনি জানান,”মঙ্গলবার মরিচ্যা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জনপ্রিয় ব্রেড বেকারি থেকে ৪০হাজার টাকা,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি স্বর্ণের দোকান থেকে পাঁচটি মামলায় ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

আরও খবর